বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভা

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৪২তম সিন্ডিকেট সভা সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আফরীন আহমেদ হাসনাইন, মঞ্জুরী কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর সালামত উল্লাহ ভূঁইয়া, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন প্রফেসর এবিএম আবু নোমান, সিন্ডিকেট এর সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস এম শোয়েভ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম উপস্থিত ছিলেন।

সভায় ৪১তম সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত, ফাইন্যান্স কমিটির সিদ্ধান্ত, নিয়োগ কমিটির সিদ্ধান্ত, বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর চাকরিতে পদোন্নতি, ইস্তফা, যোগদান সংক্রান্ত বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটি সমূহ সর্বসম্মতিক্রমে সিন্ডিকেট সভায় অনুমোদন প্রদান করা হয়। সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে ৪২তম সিন্ডিকেট সভার সমাপ্তি ষোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে ‘তিন শূন্যের বিশ্ব’ শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধদেশে প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে