বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

| বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সপ্তাহব্যাপী বার্ষিক বহিঃ ক্রীড়ানুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি স্পোর্ট্‌স ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক গোলাম শাহরিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, এমবিএ কোঅর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, বিজিসিটিইউবি স্পোর্ট্‌স ক্লাবের উপদেষ্টা আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক সরোয়ার কামাল, ফার্মেসী বিভাগের শিক্ষক মুরাদুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের চূড়ান্ত খেলায় ইংরেজী বিভাগ টাইব্রেকারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইংরেজী বিভাগের দ্বিতীয় সেমিষ্টারের ছাত্র ইকবাল হোসেন রিফাত এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ইংরেজী বিভাগের চতুর্থ সেমিষ্টারের ছাত্র খালেদ বিন সেলিম। ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগ ৩৮ রানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ব্যবসায় প্রশাসন বিভাগের পঞ্চম সেমিষ্টারের ছাত্র মো. আতিকুর রহমান। সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের বিভিন্ন সেমিষ্টারের ছাত্রছাত্রীরা ফুটবল, ক্রিকেট ও এ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধফেডারেশন কাপের ফাইনালে কিংস
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে রাইজিং স্টারের পঞ্চম জয়