বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন, এমবিএ কো–অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, এমএ ইন ইংলিশ এর কো–অর্ডিনেটর মাহমুদা আকতার, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা গোলাম শাহরিয়ার, আমিনুল হক সিদ্দিকী প্রমুখ।
সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয় আইন বিভাগ, রানার আপ হয়ইংরেজী বিভাগ। ক্রিকেটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চ্যাম্পিয়ন, ইংরেজী বিভাগ রানার আপ, ব্যাডমিন্টনে ইংরেজী বিভাগের মো. কফিল উদ্দিন চ্যাম্পিয়ন, ইংরেজী বিভাগের মো. রবিউল ইসলাম রানার আপ, দাবায় জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের মো. রাশেদ চ্যাম্পিয়ন, আইন বিভাগের মহিউদ্দিন মো. আদিল রানার আপ, লুডু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওপি দাশ চ্যাম্পিয়ন, ব্যবসায় প্রশাসন বিভাগের তামিম আক্তার জেরিন রানার আপ, ক্যারাম প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রেদোয়ানুল ও ইমন চ্যাম্পিয়ন ও আইন বিভাগের রজত চৌধুরী ও মোস্তাফিজুর রহমান রানার আপ, ডার্ট প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান চৌধুরী প্রথম, ব্যবসায় প্রশাসন বিভাগের শাহরিয়ার ইসলাম দ্বিতীয়, এবং আইন বিভাগের মো. তারেক তৃতীয় স্থান অধিকার করে।
শিক্ষক কর্মকর্তাদের ক্যারাম প্রতিযোগিতায় আইন বিভাগের শিক্ষক রেদুয়ানুল হক চ্যাম্পিয়ন ও ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার রানার আপ, ব্যাডমিন্টনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মিজানুর রহমান চ্যাম্পিয়ন ও ফার্মেসী বিভাগের শিক্ষক জুয়েল মল্লিক রানার আপ, মিউজিক্যাল পিলোতে ইংরেজী বিভাগের জিনুফার ইয়াসমিন চ্যাম্পিয়নও ব্যবসায় প্রশাসন বিভাগের মীর মিশনাদ সুলতানা রানার আপ, কর্মচারীদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় মো. ইলিয়াস ১ম স্থান, মো. শহিদুল্লাহ ২য় স্থান এবং অধির সামন্ত ৩য় স্থান, লং জাম্প আইন বিভাগের সৌরভ ১ম স্থান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিনহাজ ২য় স্থান ও আইন বিভাগের রজত ৩য় স্থান পান। দৌড় প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তারেক ১ম স্থান, ব্যবসা প্রশাসন বিভাগের মো. রবিউল ২য় স্থান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জিয়া ৩য় স্থান অধিকার করেন।










