বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৩৯তম সিন্ডিকেট সভা

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩৯ তম সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেস ড. .এফ.এম আওরঙ্গজেবের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( উন্নয়ন) বেলায়েত হোসেন তালুকদার। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসনাইন আহমেদ আফরিন, ট্রেজারার প্রফেসর এ. এন. এম. ইউসুফ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার। সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী, বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী এবং ২০২২২০২৩ সালের বাজেটসহ অর্থ কমিটির সভার কার্যবিবরণী, বিভিন্ন বিভাগে শিক্ষককর্মকর্তা নিয়োগ বিষয়ক সিদ্ধান্তসমূহ ও ২০২৩ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিষয়ক সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে অবৈধ স্থাপনা পটিয়ায় জরিমানা গুণলেন ৬ ব্যবসায়ী
পরবর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস্‌ ক্লাবে বড়দিন উদ্‌যাপন