বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজী বিভাগের উদ্যোগে স্পোর্টস এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্লাবের আয়োজনে স্পোর্টস এন্ড কালচারাল ফেষ্ট সম্পন্ন হয়েছে। ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব।
ইংরেজী বিভাগের প্রভাষক জিনুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ন বৈদ্য, ইংরেজী বিভাগের অধ্যাপক প্রফেসর শাশ্বতী দাশ, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ,ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার, মো. মাহামুদুল হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইংরেজী বিভাগের শিক্ষক রিনি দত্তের তত্ত্বাবধানে সাংস্কৃতিক প্রতিযোগিতা সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী প্রাঙ্গন পুরোহিত ও ফাহমিদা হাশেম। অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম ইভেন্টে মোহাম্মদ রায়হান উদ্দীন চ্যাম্পিয়ন, মোহাম্মদ সামিউল হামিদ রানার্স আপ দাবা ইভেন্টে সোবায়ের বিন আহমেদ সজীব- চ্যাম্পিয়ন, শান্তি লাল তনচংগা রানার্স আপ, লুডু ইভেন্টে আহমেদ কবির চ্যাম্পিয়ন, পায়েল গুপ্তা-রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।