বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
গত বুধবার জিইসি মোড়স্থ ওয়েল পার্কে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এইচ.এম আজিজ, আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, লায়ন আনোয়ারুল আজিম, আবছার উদ্দিন অলি ও ওসমান আবেদী প্রমুখ। এতে সৈয়দ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে সবার সহযোগিতায় বিজিএমইএ’র নবগঠিত কমিটি ব্যবসায়ীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। সার্ক মানবাধিকার নেতৃবৃন্দ আশা করেন সৈয়দ নজরুল ইসলামের গতিশীল নেতৃত্বে বিজিএমইএ’র ভবিষ্যৎ কর্মকাণ্ড দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।