চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) সম্পন্ন হয়েছে ‘আর্ট এন্ড ক্রাফট’ প্রতিযোগিতা। গত ১০ ডিসেম্বর সিবিইউএফটি স্পোর্টস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, এ সকল প্রতিযোগিতামূলক ও গঠনমূলক ক্রীড়া কর্মকাণ্ড সামগ্রিকভাবে শিক্ষার্থীদের লেখাপড়ারই অংশ এবং সুস্থ সমাজ, জাতি ও সভ্যতা গঠনের গুরুত্ব অপরিসীম। ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী এ জাতীয় সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। সিবিইউএফটির ডিন মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি