বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা

| সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ট্রাস্টি বোর্ডের নবম সভা গতকাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য এমএ সালাম, এসএম আবু তৈয়ব, হেলাল উদ্দিন চৌধুরী, এএম চৌধুরী সেলিম, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ ফরহাদ আব্বাস, সেলিম রহমান, এসএম সাজেদুল ইসলাম, সিবিইউএফটির ভিসি প্রফেসর ড. ওবায়দুল করিম, ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভায় বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে জরুরি আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস, আরও নতুন একাডেমিক প্রোগ্রাম চালু করা এবং শিক্ষার মানোন্নয়নে ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবেরেশন বৃদ্ধির লক্ষে উদ্যোগ নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী বছর ব্যাংকে ২৭ ছুটির ৮টি সাপ্তাহিক বন্ধের দিন
পরবর্তী নিবন্ধসুফিবাদের আধ্যাত্মিক ও মানবিক দর্শন সহমর্মিতার শিক্ষা দেয়