বিজিএমইএ টিমের ক্লিফটন টেক্সটাইলস পরিদর্শন

করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৬:২২ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ প্রতিরোধে শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিফটন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাসিরাবাদস্থ মেসার্স ক্লিফটন টেক্সটাইলস এন্ড এ্যাপারেলস লিঃ পরিদর্শন করেছেন বিজিএমইএর টিম। গতকাল রবিবার এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিজিএমইএ’র পরিচালকবৃন্দ মোহাম্মদ মুসা, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক ও বিজিএমইএ লেবার এন্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সাইফ উল্লাহ্‌্‌ মনসুর সহ প্রতিষ্ঠানের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এম.এ. ছিদ্দিক চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিজিএমইএ কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন, চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি পালন করতে হবে। কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে হবে বলে জানান। উল্লেখ্য যে, গত এপ্রিল থেকে চট্টগ্রামস্থ পোশাক শিল্প প্রতিষ্ঠান সমূহে বিজিএমইএ টিম কর্তৃক পরিদর্শন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ অসিত কুমার লালার সৎকারে গাউসিয়া কমিটির সহায়তা
পরবর্তী নিবন্ধবিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগের শীত বস্ত্র বিতরণ