বিজিএমইএ চট্টগ্রামের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে এপিক হেলথ কেয়ার। গত বুধবার খুলশীস্থ বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমইএর ভাইস-প্রেসিডেন্ট রাকিবুল আলম চৌধুরী বলেন, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানকারী ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানকারী পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএর সাথে এই চুক্তি একটি মাইলফলক ও পোশাক শিল্পের প্রাণ হল শ্রমিকরা, শ্রমিকরা সুস্থ থাকলে পোশাক শিল্পের উৎপাদন ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাবে।
এপিক হেলথ কেয়ারের সিইও ডা. মো. এনামুল হক নাদিম বলেন, চট্টগ্রামের একমাত্র অ্যাক্রিডিটেড ল্যাব হিসেবে আমাদের দায়িত্ব বেশি, আমরা চাই ভালো রিপোর্টের মানোন্নতিকরণে সবাই এগিয়ে আসুক। পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদেরও সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের সিইও ডা. মো. এনামুল হক ও বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের অফিস ইনচার্জ মো. মহসিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ও ‘লাইট অব হোপ’ শিরোনামে বিশ্বমানের রিপোর্ট নিয়ে জহির রায়হান, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড আলোকপাত করেন।
এতে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএর পরিচালক তানভীর হাবিব, এ এম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম আহসানুল হক, মো. মেরাজ ই মোস্তফা, প্রাক্তন পরিচালক শেখ সাদী ও আমজাদ হোসেন চৌধুরী, এপিকের পক্ষে জসিম উদ্দিন, ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট, সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার ও বিজিএমইএর ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












