বিজিএমইএ’র দোয়া ও মিলাদ মাহফিল

| বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:১৬ অপরাহ্ণ

বিজিএমইএ’র প্রাক্তন ট্রেজারার সিরাজুল হকের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বাদ আছর চট্টগ্রামস্থ বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক এস এম সাজেদুল ইসলাম, আ ন ম সাইফ উদ্দিন, হাসানুজ্জামান চৌধুরী, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্লাহ্‌্‌ মনসুরসহ পোশাক শিল্পের মালিকবৃন্দ।
বিজিএমইএ, চট্টগ্রাম অঞ্চলের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন পরিচালক সাইফ উল্লাহ্‌্‌ মনসুরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ পোশাক শিল্পের প্রয়াত মালিক, শ্রমিক, কর্মচারীদের রুহের মাগফেরাত ও অসুস্থদের দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা দুর্যোগ মোকাবেলা করতে হবে
পরবর্তী নিবন্ধঅধ্যাপক খালেদ ছিলেন নীতি আদর্শের পাঠশালা