বিজয় দিবসে বিভিন্ন স্থানে র‌্যালি ও সভা

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিএনপি ও অঙ্গ সংগঠন : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজার হয়ে টানেল রোডে গিয়ে শেষ হয় এই র‌্যালি। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল সাবেক দক্ষিণ জেলার নির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক। পরে সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ারা উপজেলার শ্রমিকদলের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, তৈয়ব আলী, আবু বক্কর, আরিফুল ইসলাম রনি, আব্দুর রহিম, জিকু, মামুন, সায়মন, শাহেদ, ফারুক, আজম প্রমুখ নেতৃবৃন্দ।

রসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদ : রসুলবাগ আবাসিক খালপাড় ব্রীজে মহান বিজয় দিবস উদযাপন ও বাড়ির নাম্বার প্লেট স্থাপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নছরুল্লাহ করিম চৌধুরীর সঞ্চালনায় সমাজকল্যাণ পরিষদের সভাপতি এ এস এম এয়াকুবের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন ও বাসার নাম্বার প্লেট স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী। আরও বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিকী, শেখ আসাদউল্লাহ, মোহাম্মদ সেলিম, মোশারফ হোসেন, নিজাম উদ্দিন মনি, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, নছরত আলী চৌধুরী হেলাল, হাবিবুল ইসলাম মামুন মোহাম্মদ সেকান্দার, শামসুল ইসলাম আলম ও আনোয়ার হোসেন মানিক।

আলহামিম ইনস্টিটিউট : মহান বিজয় দিবস উপলক্ষে আলহামিম ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এ ফ্যামিলি ও তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে নৈতিকতা, দেশপ্রেম ও দক্ষতা বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা ওমর ফারুক, মুহতামিম, তাওহীদুল উম্মাহ মাদ্রাসা এবং হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, প্রিন্সিপাল, আননিসা একাডেমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল হাবিবুল্লাহ মিসবাহ। আলহামিম ইনস্টিটিউট, আননিসা একাডেমি ও তাওহীদুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধনগরীতে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতা গ্রেফতার