বিজয়ের মাসে বাবা তোমাকে মনে পড়ে

তাহমিনা মজুমদার | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

আমার গর্বিত বাবা বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য উপস্থাপক, দেশবরেণ্য আলোকচিত্র সংগ্রাহক প্রয়াত শাহাবুদ্দীন মজুমদার। আমাদের আদর্শিক শিক্ষক, আমাদের বটবৃক্ষ, আমাদের পথচলার সাহসী বাতিঘর। আজ বিজয়ের মাসে প্রিয় বাবা তোমাকেই বারে বারে স্মরণ করি। শারীরিকভাবে তুমি নেই সত্যি। চিন্তনে, মননে, আদর্শে ও ছায়ায় তুমি সবসময় আমাদের সাথেই চিরকাল বহমান থাকবে তোমার মহতি কর্ম ও দেশপ্রেমের জন্য। বাবা, আমি তোমার মতো হতে চাই। আমার স্বপ্ন আমি আমার বাবার মতো হবো। কিন্তু পারি না। সন্তান তার বাবাকে অনুসরণ করলেও অনুকরণ করতে পারে না। আমি একজন সাহসী ও বিপ্লবী মানুষের সন্তান, যার পরিচয় দিতে গর্বে বুকটা ভরে ওঠে। যিনি সন্তানদের সব স্বপ্নপূরণে সদা সচেষ্ট থাকতেন। যিনি হাজারো দুঃখেকষ্টে সন্তানদের বড় করেছেন তাদের সব অমূলক আবদার পূরণ করেছেন। যেন আমরা তার মতো মানুষ হওয়ার পথে একটু হলেও অগ্রসর হতে পারি। অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকা সব সময় মানুষের প্রশংসা কুড়িয়েছে। এখনো তার সহযোদ্ধারা তাকে নিয়ে গল্প করেন, একজন সন্তান হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। কোনো দিবসে নয়, যতদিন বেঁচে আছি, বাবাকে নিয়ে আমার প্রতিক্ষণ মধুময় হয়ে থাকবে। বাবার উপস্থিতি আর নির্দেশনা জীবনে কতটুকু প্রয়োজন, তা আজ প্রতিক্ষণে উপলব্ধি করছি। মহান রাব্বুল আলামিন যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বাবা তোমার অভাব প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজে, প্রতি অবস্থায়ই অনুভব করি আমার অস্তিত্বজুড়ে।

পূর্ববর্তী নিবন্ধচোখের অশ্রু ঝরে
পরবর্তী নিবন্ধবড়দিনের উৎসব ও সান্টাক্লজ