বিচার ব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখতে না পারলে কারো মর্যাদা অক্ষুণ্ন থাকবে না

সিডিএলএর অনুষ্ঠানে বিচারক জান্নাতুল ফেরদৌস

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৪ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জান্নাতুল ফেরদৌস বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো পরিণতি যেন আর কারো না হয়। বর্তমানে অস্থির সময়ে বার ও বেঞ্চের মধ্যে পারস্পারিক সম্মান, শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা সবার জরুরি। বিচার ব্যবস্থার মান সমুন্নত রাখতে না পারলে কারো মর্যাদা অক্ষুণ্ন থাকবে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল এবং চট্টগ্রাম ডাইন্যামিক লইয়ার্স এসোসিয়েশনের (সিডিএল) কার্যকরী কমিটির অভিষেক ও নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম ডাইন্যামিক লইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ) এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় নবীন আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চা করতে হবে এবং গতিশীল ও স্মার্ট হতে হবে।

অ্যাডভোকেট এস এম সিরাজদৌল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ মিন্টু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ড. সুকান্ত ভট্টাচার্য, . শামসুদ্দিন শিশির, অ্যাডভোকেট কাশেম কামাল, আলহাজ্ব মো. নুর হোসেন।

অ্যাডভোকেট বেলাল হোসেন ও অ্যাডভোকেট রোজিনা পারভিন রোজির যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. শফিক উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন জাবেদ, কর আইনজীবী আনিসুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল, অ্যাডভোকেট আবছার উদ্দীন হেলাল, অ্যাডভোকেট শহীদুুল ইসলাম সুমন, অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু।

এ সময় আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মো. আলী হোসেন, অ্যাডভোকেট চন্দন কান্তি পালিত, অ্যাডভোকেট নিলুফার ইয়াছমিন লাভলী, অ্যাডভোকেট মশকুরা বেগম মেরী, অ্যাডভোকেট রেশমা চৌধুরী রেখা, অ্যাডভোকেট আজম খান, অ্যাডভোকেট সমীর কুমার আচার্য্য, অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, অ্যাডভোকেট মো. কুতুব উদ্দিন, অ্যাডভোকেট দীপেন চক্রবর্তী, অ্যাডভোকেট সৈয়দ নেওয়াজ আহমেদ নাদিম, অ্যাডভোকেট আরিফুজ্জামান, অ্যাডভোকেট নার্গিস আকতার, অ্যাডভোকেট জুনাইদুল ইসলাম শিবলী, অ্যাডভোকেট রফিকুল আলম, অ্যাডভোকেট সঞ্জীবন চন্দ্র সরকার, অ্যাডভোকেট মো. মোমেনুল হক, অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট শাহজাদী মুক্তা, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সেলিনা আক্তার, অ্যাডভোকেট মাজেদ চৌধুরী, অ্যাডভোকেট ছলিম উদ্দিন খাঁন, অ্যাডভোকেট জসীম উদ্দিন, অ্যাডভোকেট সাদিয়া আফরিন, অ্যাডভোকেট তপন চন্দ্র ধর, অ্যাডভোকেট শিহাব উদ্দিন, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট নুসরাত জাহান পিংকী, অ্যাডভোকেট শামীমা ইয়াছমিন শশী, অ্যাডভোকেট জাহেদুল ইসলাম নয়ন, অ্যাডভোকেট শিরিন আকতার রুমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীতে সমাজসেবা অধিদপ্তর ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ল ৩৪ যানবাহন