জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বলেছেন, যারা অসহায় ও দরিদ্র, আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে আইনগত অধিকার প্রতিষ্ঠায় অক্ষম, তাদের একসেস–টু জাস্টিস নিশ্চিতকল্পে লিগ্যাল এইড কার্যক্রমের সূচনা হয়। মামলা জট দেশের বিচার ব্যবস্থার অগ্রগতির অন্তরায়। লিগ্যাল এইড অফিসের বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি কার্যক্রম এই অন্তরায় দূরীকরণের সফল কার্যক্রম হিসেবে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। লিগ্যাল এইড অফিসের প্রি–কেইস মেডিয়েশন এবং পোস্ট কেইস মেডিয়েশনের সফলতায় মুগ্ধ হয়ে সরকার এই কার্যক্রমকে বাধ্যতামূলক করে আইনের সংশোধনী আনয়ন করে অধ্যাদেশ জারি করেছেন। যা দেশের বিচার বিভাগের জন্য নজীরবিহীন একটি ব্যাপার। ফলশ্রুতিতে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের বিনা খরচে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে যৌতুক নিরোধ আইন ২০০০ এর ৩ ও ৪ ধারা, নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (গ), পিতা–মাতার ভরণপোষণ আইন–২০১৩, ১৮৮১ সালের এনআই এ্যাক্ট এর ৫ লাখ টাকা পর্যন্ত চেকের মামলা, সহকারী জজ আদালতের এখতেয়ারভুক্ত বাটোয়ারা/বণ্টন সংক্রান্ত বিরোধ ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ মামলার মত প্রায় ৮ থেকে ৯টি তপশীলের মামলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে। ২০টি পাইলট জেলার মধ্যে বিগত ১৮ সেপ্টেম্বর থেকে ১২টি জেলায় কার্যক্রমটি চালু করা হয়েছে। পাইলট প্রকল্পের বাকি আট জেলার মধ্যে চট্টগ্রামেও খুব শীঘ্রই এই কার্যক্রম চালু হবে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপন কুমার দাশ, চীফ লিগ্যাল এইড অফিসারের (বিচারক) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মো. আবদুর রহমান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, ভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগ আরফাতুল রাকিব, জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার শাকিব শাহরিয়ার, এসি প্রসিকিউশন কেশব চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক এড. মো. হাসান আলী চৌধুরী, সরকারি কৌসুলী মো. কাসেম চৌধুরী, মহানগর পাবলিক প্রসিকিউটর এড. মফিজুল হক ভূঞা, বিচার বিভাগীয় কর্মকর্তা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।