বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে গত ২৯ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. সাইফুদ্দিন পারভেজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মো. জিয়াউদ্দিন ফারুক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. সামশুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ইমন। সম্মেলনে এস এম মোর্শেদ সভাপতি ও নেছার আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. সাইফুদ্দিন ফারভেজ আজাদীকে বলেন, নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদকে গত ১৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন।