বিচারকাজ চলাকালীন মোবাইলে কথা বলার দায়ে এক আইনজীবীকে কাঠগড়ায় আধঘণ্টা আটক রাখার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামের ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। জেলা আইনজীবী সমিতির আইটি সম্পাদক অলি আহাম্মদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি ওই আইনজীবীর নাম জানাতে পারেননি। তিনি বলেন, ওই আইনজীবী সিভিলে ছিলেন। হঠাৎ ফোন বেজে উঠলে রিসিভ করে তিনি কথা বলেন। বিষয়টি আদালতের নজরে পড়লে তাৎক্ষণিক তাকে আটক করতে নির্দেশ দেন। তিনি সেখানে আধঘণ্টা আটক ছিলেন। যদিও পরিচয় দিয়ে ভুক্তভোগী আইনজীবী দুঃখ প্রকাশ করেছিলেন।
আইনজীবী অলি উল্লাহ বলেন, ঘটনার পর ওই আইনজীবী সমিতির অফিসে গিয়ে বিষয়টি জানান। আমরা তাকে লিখিত দিতে বলেছি। বিষয়টি নিয়ে আইনজীবীরা ক্ষুব্ধ। আমরা কোর্ট অফিসার। এটি অসম্মানের। এ জন্য সমিতির পক্ষ থেকে শনিবার সভা ডাকা হয়েছে। সভায় করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।