রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচারের আমলে যারা রাউজানে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তাদের বিচার হবে। আওয়ামী সন্ত্রাসীরা যেসব হিন্দু পরিববারের জায়গা জবর দখল করে রেখেছিল সেসব জায়গার মালিকরা প্রতিদিন সম্পত্তির দলিলপত্র নিয়ে প্রতিকার চাইতে আসছেন। যাদের কাগজপত্র দেখে জবরদখলের প্রমাণ মিলছে তাদের বেদখল হওয়া জায়গা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেয়া হচ্ছে। এমন অভিযোগ বেশি আসছে নিরীহ সনাতন ধর্মাবলম্ববীদের কাছ থেকে। ইতিমধ্যে অনেকের জায়গা দখলমুক্ত করে দেয়া হয়েছে। গত সোমবার রাতে রাউজানে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খবর পাওয়া যাচ্ছে বিএনপির কেউ কেউ স্বৈরাচারের দোসরদের সঙ্গে আঁতাত করে চাঁদাবাজির সঙ্গে জড়িত হচ্ছে। যাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনার সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ফিরোজ আহমদ, বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাসেম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুপ তালুকদার প্রমুখ।