ছাত্র ও মোটর সাইকেল চালকদের আন্দোলনের মুখে অবশেষে কালুরঘাট সেতুতে মোটর সাইকেল থেকে টোল আদায় বন্ধ করে দিয়েছে টোল আদায়কারী প্রতিষ্ঠান। গতকাল বুধবার সন্ধ্যায় সেতুর বোয়ালখালী অংশে টোল আদায় কেন্দ্রে মোটর সাইকেল চালকরা একত্রিত হয়ে মোটরসাইকেল থেকে টোল আদায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। এসময় তারা বিক্ষোভ করতে থাকে। এ সময় সেতুর উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান মোটর সাইকেল থেকে টোল আদায় বন্ধ করে দেয়। এর আগে গত মঙ্গলবার বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসন, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা বসে মোটার সাইকেল থেকে ২০ টাকার স্থলে ১০ টাকা হারে টোল আদায়ের সিদ্ধান্ত নেন। কিন্তু গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মোটর সাইকেল চালকরা সেতুর টোল আদায়ের স্থলে এসে মোটর সাইকেল থেকে টোল ফ্রি করে দেয়ার জন্য বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে টোল আদায়কারী প্রতিষ্ঠান সেতুতে মোটর সাইকেল থেকে টাকা আদায় বন্ধ করে দেয়।