বিক্ষুব্ধ জনতার বাস ও কাউন্টার ভাঙচুর

বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জায়েদ হাসান সাকিব (২১) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়ার আবদুল মান্নানের পুত্র ও সাতকানিয়া সরকারি কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপজেলা সদর বটতলী স্টেশনগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে একইমুখী মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, গতকাল বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে ঈগল পরিবহনের বাস ও কাউন্টার ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, সড়ক দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেননি। তবে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। পরে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হলেও কোন আলামত পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীর এনআইডি জালিয়াতি করে ঋণ, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধসাবেক সিইসি আব্দুর রউফের ইন্তেকাল