বিক্রম, এতোদিন কোথায় ছিলে?
বণধারা বাহি, জয়গান গাহি–
দুরন্ত দুর্বার, তোমার গতি!
তুমি ছুটছো, তুমি, ছুটছো–
উল্কা বেগে, মনে হয় রেগে
দিতেছো পাড়ি।
চোখের পলকে, বিজয়ের নেশায় উন্মত্ত তুমি!
বিক্রম, তুমি পৃথিবীর গর্ব!
মানবর্তার মুক্তি, অবগুণ্ঠিত জ্ঞানের
উল্লাসিত উন্মোচন।
চাঁদ বিজয়ে তোমাকে নমি–
অজনার প্রকাশনে তোমাকে নমি,
অসীমকে সসীম করায় তোমাকে নমি।
হে বিক্রয়, তোমাকেই নমি!