বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নগরীর বৌদ্ধ মন্দির মোড়-ডিসি হিলের আশপাশ এলাকায় ফানুস উড়ানোসহ ধর্মীয় আচার অর্চনাসমূহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে যানবাহন চলাচলে সিএমপির পক্ষ থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের ইন্সপেক্টর (প্রসিকিউশন) অনিল বিকাশ চাকমা আজাদীকে জানান, প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠান চলাকালীন নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দির মোড়/ ডিসি হিল মোড়সহ আশ-পাশ এলাকায় বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, দর্শনার্থী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাগম হবে। সেজন্য ৯ অক্টোবর বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বৌদ্ধ মন্দির/ডিসি হিল অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নগরীর চেরাগী পাহাড় মোড়, লাভ লেইন মোড়, এনায়েতবাজার মোড়, বোস ব্রাদার্সের মোড়ে (পুলিশ প্লাজার সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দির/ডিসি হিল মোড় অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।