বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বিষয়ক সভা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:৫৮ পূর্বাহ্ণ

বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়। বর্তমানে সরকার দ্রুততম সময়ে বিচার প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিটি জেলায় জেলা বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর কার্যক্রম গ্রহণ করেছে। এডিআর পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়। সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচারক জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়মিত দায়িত্বপালন করছেন, যিনি মানুষকে আইনি সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনি পরার্মশ প্রদান করছেন এবং বিরোধযোগ্য মামলা নিষ্পত্তি করছেন।

গতকাল জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আদালতের বিচারক ও সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।

জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ রাজিয়া সুলতানার সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী, অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান ও ভারপ্রাপ্ত জজ (নেজারত বিভাগ) মোহাম্মদ খাইরুল আমীন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে একরাতে ছয় গরু চুরি
পরবর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা