বিওয়াইএলসি’র বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ জুনিয়র উদ্বোধন

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) চট্টগ্রামে তাদের বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ জুনিয়র (বিবিএলটিজে) প্রোগ্রামের ৪৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গত ৫ জুন অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় তরুণদের নেতৃত্ব প্রশিক্ষণের লক্ষ্যে বিওয়াইএলসি দেশব্যাপী একটি প্রকল্প পরিচালনা করছে। প্রকল্পটির আওতায় এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী বিবিএলটিজে ৪৪ প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। বিওয়াইএলসি আয়োজিত বিবিএলটিজে ৪৪ প্রোগ্রামটি বাস্তবায়নে যুক্ত রয়েছে চিটাগং ইন্টারন্যাশনাল স্কুল।

চট্টগ্রামের ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা শিক্ষা মাধ্যম থেকে প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ৬০ জন মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে বিবিএলটিজে প্রোগ্রামের ৪৪তম ব্যাচটির যাত্রা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে চট্টগ্রামে তরুণদের নেতৃত্ব প্রশিক্ষণ এবং নেতৃত্ব চর্চায় বিওয়াইএলসি’র বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মতামত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার
পরবর্তী নিবন্ধএডভোকেট এ এম আনোয়ারুল কবিরের জানাজা সম্পন্ন