নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) এই ১৪ বছরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর তিনি ২১টি জাহাজ কেনার পরিকল্পনা করেছিলেন। ইতোমধ্যে ৮টি জাহাজ যুক্ত হয়েছে। এসব জাহাজ পরিচালনা করে বিএসসি গত ২০২১–২২ অর্থবছরে নিট মুনাফা করেছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা, যা এর আগের ২০২০–২১ অর্থবছরে ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা।
বৈশ্বিক করোনার ধাক্কা সামলে এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব মন্দার মধ্যেও বিএসসি এক বছরের ব্যবধানে ১৫৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি মুনাফা অর্জন করেছে। যার ফলে পুঁজিবাজারে শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগের বছর যা ছিল ১২ শতাংশ। গতকাল দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্র পরিবহনে বিএসসি এখন স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিষ্ঠান।
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিএসসির সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। দক্ষ নাবিক তৈরিতে আগে দেশে একটি মাত্র মেরিন একাডেমি ছিল। দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে নতুন চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। আরো তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। বরিশাল ও মাদারীপুরে ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। কুড়িগ্রামে একটি ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এর ফলে যথেষ্ট পরিমাণ নাবিক তৈরি হবে। তারা বৈদেশিক মুদ্রা অর্জন আরো ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিকে আরো গতিশীল করে তুলবে। সুনীল অর্থনীতি বাস্তবায়নে বিএসসি অন্যতম অংশীদার হিসাবে ভূমিকা রাখবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাতীয় পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন ২০১৯’ পাশ হয়েছে। এর ফলে সরকারি তহবিলে আমদানি বা রপ্তানিকৃত পণ্য সমুদ্রপথে পরিবহনের ক্ষেত্রে বিএসসি অগ্রাধিকার পাবে। চীন থেকে আরো ৪টি জাহাজ কেনার সব আলোচনা শেষ হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলেই জাহাজগুলো তৈরির কাজ শুরু করবে চীন। এছাড়া আরো দুটি জাহাজ ক্রয়ের জন্য কোরিয়ার সাথে আলোচনা চলছে।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়ন ও নতুন সমুদ্র বন্দর পায়রা বন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। বাংলাদেশে একসময় যে অর্থমন্ত্রী ছোট্ট একটি কালভার্ট নির্মাণ করতে অনুদানের জন্য বছরের নয়টি মাস পৃথিবীর বিভিন্ন দেশ সফর করতেন, সেই বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এসএম মনিরুজ্জামান, শেয়ারহোল্ডার কবির আহমেদ চৌধুরী, হীরালাল বণিক, কামাল উদ্দিন আহমেদ ও আব্দুল কাদের।