বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির জাতীয় স্থায়ী পরিষদের সভা গত ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিএসপির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। সভার শুরুতে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম পার্টির নিবন্ধন সনদ আনুষ্ঠানিকভাবে পার্টির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন জাতীয় স্থায়ী পরিষদ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন পার্টির জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ফজলুল হক আখন্দ, মুফতী কাজী মহি উদ্দীন লতিফী, মুফতী বাকী বিল্লাহ আল আযহারী, মো. ইব্রাহিম মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মিরানা জাফরিন চৌধুরী, মো. মনির হোসেন, সীমা আক্তার প্রমুখ। বিএসপি নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক কারণে দ্রব্যসামগ্রীর দাম যতটুকু বৃদ্ধি পেয়েছে, তার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সিন্ডিকেটের কারণে। অবিলম্বে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকারকে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা সরকারি দলের প্রতি জনগণ আস্থা হারাবে। সভায় আগামী নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি এককভাবে অংশগ্রহণ করলে ২০০–২২০ আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত হয়। সভায় প্রার্থী যাচাই বাছাইয়ের একটি তালিকা বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন পার্টির অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারী। সভায় ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ–সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












