বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং যথাযথ প্রক্রিয়া নীতি অনুসরণ না করে ব্যবসা পরিচালনার দায়ে নগরীর চর চাক্তাই এলাকার ইসমাইল ফয়েজ রোডের রুশা ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে এক অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান দৈনিক আজাদীকে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং যথাযথ প্রক্রিয়া না মেনে প্লাস্টিক জারে ফিল্টার পানি নাম দিয়ে বিক্রি করে আসছিল রুশা ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান। আমরা দেখেছি, প্রতিষ্ঠানটির মালিকপক্ষ প্লাস্টিক জার ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপর পানি ভরে ভোক্তা পর্যায়ে সরবরাহ করছিল। যা অস্বাস্থ্যকর। সব বিষয় বিবেচনায় প্রতিষ্ঠানের মালিককে আমরা বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে ব্যবসা করার নির্দেশ দিয়েছি। এছাড়া তাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করেছি।