বিএসআরএম স্টিলের ১০ কর্মচারীকে কুপিয়ে জখম, মালামাল লুট

মীরসরাইয়ের মিলে ডাকাতের হানা

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার সোনাপাহাড়স্থ বিএসআরএম স্টিল মিলে ডাকাতদলের হামলায় অন্তত ১০ কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ডাকাতদল সিকিউরিটিদের জখম করে কারখানার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। আহত কর্মচারীরা জানান, উপজেলার সোনাপাহাড়স্থ বিএসআরএম স্টিল মিলে গত শনিবার (২ আগস্ট) গভীর রাতে ১৮২০ জন ডাকাত কিরিচ, চাপাতি, রাম দা ও লাঠিসোটা নিয়ে হানা দেয়। তারা মালামাল লুট করার সময় দায়িত্বরত সিকিউরিটিরা বাধা দিলে তারা দায়িত্বরত টেকনেশিয়ান মো. আলমগীর, সিকিউরিটি অফিসার শাহ আলম, মোরশেদ, প্লাবন পালিত, রিয়াদ ও মোরশেদসহ অন্তত ১০ জনকে কুপিয়ে গুরুতর জখম করে। সিকিউরিটি অফিস ভাঙচুর করে সিসিটিভি মনিটর, নিরাপত্তা বেষ্টনি টিনসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

এসময় ডাকাতদল আহতদের মোবাইল এবং মানিব্যাগও নিয়ে যায় বলে জানান স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আহত সিকিউরিটি কর্মকর্তা শাহ আলম ও মোরশেদ। এক পর্যায়ে প্রতিষ্ঠানের অন্যান্য সিকিউরিটি কর্মকর্তারা ও বিভিন্ন বিভাগের লোকজন ছুটে এলে ডাকাতদল লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করায়। এই বিষয়ে বিএসআরএমএর প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লা জানান, এ ঘটনায় গতকাল রবিবার জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খিলমুরারী গ্রামের ডাকাত চক্রের অন্যতম সদস্য বেলাল, নাজমুল হকসহ অজ্ঞাতনামা আরো ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, খিলমুরারী গ্রামের একটি অপরাধীচক্র দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অপরাধের সাথে সম্পৃক্ত। পুলিশ তাদের আটক করতে গেলে ওরা পাহাড়ি এলাকায় গা ঢাকা দেয়। তবুও আমরা অভিযুক্তদের শীঘ্রই আটক করতে সক্ষম হবো বলে আশা রাখছি।

পূর্ববর্তী নিবন্ধকাল ঢাকায় লোক আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করছে সরকার
পরবর্তী নিবন্ধনির্বাচনের আগেই তারেক ফিরবেন, আশায় ফখরুল