সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত আরো ১৪জনের পরিবারকে ১ কোটি ৪০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেছে বিএম ডিপো কর্তৃপক্ষ। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ এসব চেক নিহতদের পরিবারের মাঝে হস্তান্তর করেন। সবমিলিয়ে দুই দফায় এ পর্যন্ত ৪০জন নিহত ও ৭৯জন আহতকে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে ডিপো কর্তৃপক্ষ।
ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসলে বাকি নিহতদের পরিবারেও চেক প্রদান করা হবে। এর আগে গত ৪ জুন বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদে পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিল ডিপো কর্তৃপক্ষ। তাঁরা নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা, ফায়ার সার্ভিসের নিহতদের ১৫ লাখ টাকা ও আহতদের পরিবারকে চার থেকে ছয় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে দ্বিতীয় দফা চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের ম্যানেজার (এইচআর ও কমপ্লায়েন্স) মো. সাকিব, ম্যানেজার (মার্চেন্ডাইজার) মো. আউয়াল হোসেন সৈকত, এঙিকিউটিভ একাউন্ট মো. তৈয়ব হিরু, সহকারী ব্যবস্থাপক (এইচআর) মো. ইমরান হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।