বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া বলেন, “বাংলাদেশ একটি অসামপ্রদায়িক চেতনার দেশ, যেখানে সব ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতি–নীতি পালন করে আসছে। বিএনপি সব সময় ধর্মীয় সহনশীলতা ও সমপ্রীতির পক্ষে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। গত বুধবার পটিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন দক্ষিণ জেলা বিএনপির এই নেতা। পটিয়ার কাশিয়াইশ, কোলাগাঁও, ধলঘাট, শুভনদণ্ডী (দক্ষিণ ভূষি), কেলিশহর ও শাপলা সংঘ সার্বজনীন দুর্গাপূজাসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া। মণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবির, জমির উদ্দিন মানিক, জিল্লুর রহমান, গাজী আলী আকবর, সেলিম মাস্টার, নুরুল আমিন মধু, আবু জাফর চৌধুরী, শংকর দে, সন্তোষ নন্দী, মো. সরোয়ার প্রমুখ। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও বিএনপির এই শুভেচ্ছা পরিদর্শনকে স্বাগত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।