চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের ধর্মাচরণ পালনের অধিকার আছে। এ দেশে ধর্মীয় ভেদাভেদ নেই। তিনি গতকাল রবিবার শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা কমিটি আয়োজিত বিজয়া দশমী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি এই দেশে সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাস করে। এবার সারাদেশে বিএনপির নেতাকর্মীরা শারদীয় দুর্গোৎসবে সনাতনী হিন্দু ভাইদের সাথে ছিলেন। আগামীতেও সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি পাশে থাকবে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সন্জীব নাথ, বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কাজী বেলাল, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা প্রমুখ। এছাড়া সন্িজদ দেব নাথ, দীপংকর ভট্টাচার্য্য ও সমিরণ দাশ উপস্থিত ছিলেন।