বিএনপি পাহাড়ে সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাস করে

খাগড়াছড়িতে মতবিনিময় সভায় ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, বিএনপি পাহাড়ে সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাস করে। বাঙালির পরিবর্তে বাংলাদেশি চেতনায় বিশ্বাস করে।

গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ির মধুপুর বৈজয়ন্তী বৌদ্ধ বিহারে শতাধিক বৌদ্ধ ভিক্ষকে পিণ্ডদান ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এ সময় ওয়াদুদ ভূঁইয়া আরো বলেন, আওয়ামী লীগ পাহাড়ে আঞ্চলিক দল সৃষ্টি করে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু করে। জনসংহতি সমিতিকে চাপে রাখার জন্য আওয়ামী লীগ চারটি আঞ্চলিক রাজনৈতিক দল তৈরি করেছে। কেএনএফসহ বিভিন্ন সংগঠন তৈরি করে অস্থিরতা তৈরি করেছে।

মতবিনিময় সভার পরে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা প্রদান করে। এ সময় বিভিন্ন বিহারের শতাধিক বৌদ্ধ ভিক্ষু, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধআদালত খাঁনের স্মরণসভা আজ