বিএনপির পক্ষ থেকে মুসলিম হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাবার বিতরণ করছেন নগর বিএনপি’র সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগর ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ—সভাপতি নুরুল আলম, নগর বিএনপি নেতা ও দেওয়ানবাজার ওয়ার্ড সভাপতি খন্দকার নুরুল ইসলাম, বক্সিরহাট ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মিন্টু, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন পিয়েল, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, নগর যুবদল নেতা শাহাদাত হোসেন, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সোহেল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লিয়াকত আলী।
এ সময় এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে হেলাল চৌধুরী বলেন, আপনারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ সবাই যেন মানবিক মানুষ হতে পারেন, আমরা বিএনপি’র পক্ষ থেকে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন এই এসএসসি পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ হতে পারেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে আপনাদের নেতৃত্বে আসার জন্য আমরা স্বাগত জানাই, ভবিষ্যৎ ছাত্র রাজনীতি যেন মেধাবীদের হাত দিয়ে নেতৃত্বে আসে, আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।