বিএনপি নেতা শামসুল হকের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সাবেক নিরাপত্তা সদস্য মো.শামসুল হক গতকাল সকাল সাড়ে ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল(ইন্নালিল্লাহে…রাজেউন) করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতরাত সাড়ে ৯টায় এনায়েত বাজার জামে মসজিদে জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্‌জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নগর বিএনপি নেতা মো. ইদ্রিস আলী,সাবেক কাউন্সিলর মো. আবদুল মালেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাহবুবুল আলম
পরবর্তী নিবন্ধনুরুল মোস্তফা