বিএনপি নেতা লোকমান হোসেনের ইন্তেকাল

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহসভাপতি, মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ লোকমান হোসেন কন্ট্রাক্টর গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন, লোকমান কন্ট্রাক্টর ছিলেন সৎ, ত্যাগী ও নিবেদিত একজন রাজনীতিবিদ। সামাজিক যেকোন কর্মকাণ্ডে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার অবদান দীর্ঘদিন মনে রাখবে। দলের দুঃসময়ে ও তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। গতকাল রাত ১২ টায় মাইজপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবলুয়ার দিঘি খানকায় ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল আজ
পরবর্তী নিবন্ধপরলোকে শিশু সংগঠক প্রদীপ ভট্টাচার্য