বিএনপি–জামায়াতের আগুন সন্ত্রাস, ভাংচুর নৈরাজ্য ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়ায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলী, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, এসএম সায়েম, নাসির উদ্দীন টিপু, মাস্টার মহিউদ্দীন, আ স ম ইদ্রিস, ওসমান আলী, নবাব আলী, খোরশেদ আলম টিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান।
এমপি নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিএনপি–জামায়াত সেই আগের চেহেরায় আবির্ভূত হয়েছে। তারা ক্ষমতার লোভে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, ভাংচুর, নৈরাজ্য শুরু করেছে। তাদের এই অগ্নিসন্ত্রাস রুখে দিতে হবে। তাদেরকে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।