বিএনপি–জাময়াতের ‘হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে’ গতকাল চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন।
নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টায় বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে নগরীর বহদ্দারহাটে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন এম আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগ নেতা মোহাম্মদ মনজুর হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, আবুল কালাম কন্ট্রাক্টর, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কফিল উদ্দিন, এস এম জেড খসরু, এম মাহবুবুল আলম, আবু সৈয়দ, কাবেদুর রহমান কচি, মোহাম্মদ কাউছার, শহিদুল কাউছার, মোহাম্মদ মিনহাজুল আবেদীন সায়েম, মোহাম্মদ আলমগীর, সাজ্জাদ আলী খান বাহাদুর, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মুরাদ জকু, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ বখতেয়ার, মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ দেলোয়ার, জাবেদুল ইসলাম জাবেদ, মোহাম্মদ আলী বেলাল শাহেদ, মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পী, মোহাম্মদ ইদ্রিস, শাহেদুল ইসলাম শাহেদ, মীর মোশাররফ হোসেন জুনায়েদ প্রমুখ। অনুষ্ঠানে মেয়র বলে, বিএনপি–জামায়াতের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় চত্বরে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত বিএনপি–জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, রক্ত, খুন, অগ্নি সন্ত্রাস, উগ্রবাদ এই তিনটি শব্দেই যেন মিলিমিশে রয়েছে বিএনপি। এ কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জনগণ আওয়ামী লীগের সাথে আছে। জনগণকে সাথে নিয়েই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি–জামাতকে রাজপথে প্রতিহত করা হবে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ–সভাপতি আবু সুফিয়ান, এড. মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, এড. জহির উদ্দিন, এড. মির্জা কছির উদ্দিন, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, খোরশেদ আলম, গোলাম ফারুক ডলার, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া, ডা. তিমির বরণ চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, আবদুর রহিম প্রমুখ।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ : বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার সিটি গেইট থেকে শুরু করে দারোগারহাট পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে পৌর সদরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকত উল্লাহ মিয়াজী, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, মোঃ সাইদুল ইসলামসহ আরও অনেকে।
এমইএস কলেজ ছাত্রলীগ : হরতালের বিরুদ্ধে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নগরীতে মিছিল ও শান্তি সমাবেশ করেছে। গতকাল রবিবার এমইএস কলেজ ছাত্রলীগ কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর জিইসি মোড়, সিডিএ এভিনিউ ঘুরে জিইসি মোড় সড়কদ্বীপে এক সমাবেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক ও এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জাকারিয়া দস্তগীর, সাবেক সদস্য শওকত আলম, খোরশেদ আলম মানিক, মোহাম্মদ হানিফ, ইমরান কামাল বনি, মোহাম্মদ হানিফ, তোফায়েল আহমেদ মামুন, ইমাম উদ্দিন নয়ন, মো: সালাউদ্দিন, সালাউদ্দিন বাবু, রাকিব হায়দার, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ রাশেদ, জাহেদুল ইসলাম, নুরুজ্জামান বাবু, মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সুজন গাজী, মাসুম হোসেন,ইমরান হোসেন সাজেন, আরমান, ফোরকান বিন কামাল, মাহিন, অপুর্ব বড়ুয়া, সামসিয়াত রিফান, ইমতিয়াজ সিয়াম, মেহেদী হাসান জয়, রিসাদ হোসেনসহ নেতৃবৃন্দ।
জামালখান মোড় : বিএনপি–জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ–কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ গতকাল জামালখান মোড়ে অনুষ্ঠিত হয়। উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশে উপ কমিটির সদস্য আমিনুল হক বাবু ও সাবরিনা চৌধুরীর নেতৃত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম মহানগর শাখার সহ–সভাপতি জাকির হোসেন রিপন ও মাসুদুর রহমান মাসুদ এবং দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল নিজামি রিফাত, উত্তর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ওমর ফারুক টিপু ও মোহাম্মদ শহিদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফাহিম চৌধুরী, মোহাম্মদ রহিম বাদশাহ, মোহাম্মদ ফয়সাল, বিজয় বড়ুয়া, হাসনাইন মির, রোনিয়া আজিজ, সাইফুর রহমান টিসান, জয় প্রমুখ।
ছাত্রলীগ : বিএনপি–জামাতের অবৈধ হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নগরীর এছাক ব্রাদার্স মোড় হতে শুরু হয়ে কাস্টম হাউস নিমতলা বিমান চত্বর ও ফকিরহাট ৩নং জেটি গেইট প্রদক্ষিণ করে কাস্টম হাউস মোড়ে মহানগর ছাত্রলীগ সহ–সভাপতি ফররুখ আহমেদ পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ কবির আহমেদ, মহিউদ্দিন বাদশাহ, মোঃ খুরশীদ বাদশাহ, আমির হামজা মামুন, সাদ্দাম হোসেন, অলি আহাদ, শামসুল আলম ফয়সাল, মোঃ শরীফ পাটোয়ারী, মোঃ ইলিয়াস, তানজীব আহসান জিবু, জামাল উদ্দিন মাসুম, রহমত উল্লাহ আকাশ, হাসান শিকদার, আবু সুফিয়ান রুবেল, মোঃ রফিক, শাহেদুল আলম শাহেদ, মোঃ তুহিন, রাহাত ইমরান, ইউসুফ জিতু, শান্ত বড়ুয়া, ইয়াসিন আরাফাত হৃদয়, শাখাওয়াত হোসেন রবিন, ফয়সাল আহমেদ, ইকবাল হোসেন, ইব্রাহিম আল মামুন, বখতিয়ার হান্নান বাপ্পি, মোঃ সাকিব প্রমুখ।
মোহরা ৫নং ওয়ার্ড আ.লীগ : মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ মোহরা ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও ওয়ার্ড আ.লীগের সদস্য আবুল কালাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মুজিবুল হক, জসিম উদ্দিন, রুবায়েত হোসেন, মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক নঈম উদ্দিন খান, ওয়ার্ড আ.লীগের সদস্য ওমর খৈয়ম তৈয়ব, এস.এম আলী আকবর, আবদুল্লাহ আল মামুন, শফিকুর রহমান, ইয়াছিন তারেক, মো:. জাহেদ, মোজাম্মেল হোসেন মানিক, নাছির উদ্দীন, আমিনুল ইসলাম, আবুল কালাম, সমিরণ মল্লিক, মো: লোকমান, ইউসুফ সরকার, আরিফুর রহমান সোহেল, ইকবাল হোসেন, আব্বাস উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন জিকু, ফারুক খান, মো: সোহেল, লক্ষ্মণ ঘোষ, তারেক, ইবনুল ইভান, রিয়াদ খান, জিসান, ছাত্রলীগ নেতা ফরহাদ খান ইরফান, ফরহাদ খাঁন, মো: রফিক, জাহেদ, আয়ুব, শুভ, দীপ্ত বড়ুয়া প্রমুখ।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা কে এম জাফর উল্লাহ, মাবুদ সওদাগর, মো. নাসির, তপন দাস, মোহাম্মদ মিরু, মোহাম্মদ পিয়ারু, মো. বেলাল, মো. জামিল, সুমন নাগ, মো. সগীর, লাকি বেগম, ফ্রিজা বেগম, শিল্পী বেগম, মোহাম্মদ মানিক, আমির হোসেন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ফারুক, মো. সুমন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইশতিয়াক, মো. সায়েম প্রমুখ। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দক্ষিণ জেলা যুবলীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে ১২২ আন্দরকিল্লা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদেক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি মর্তুজা কামাল মুন্সি, মোহাম্মদ তৌহিদুল আলম, আকতার হোসেন, মাইনুদ্দিন চৌধুরী, মুরিদুল আলম মুরাদ, রাজু দাশ হিরো, জাহিদুল হক চৌধুরী মার্শাল, অমল রুদ্র, আবদুল হান্নান লিটন, নাজিম উদ্দিন হায়দার, সেলিম হক, এ এস এম মুছা তসলিম প্রমুখ।
এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ–ছাত্রলীগ : বিএনপি জামাতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে রবিবার সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ–ছাত্রলীগ। মিছিলটি নগরীর এনায়েত বাজার মোড় থেকে তিন পুলের মাথা হয়ে কাজির দেউরি মোড় লাভলেইন বিমান অফিস সম্মুখে হয়ে পুনরায় এনায়েত বাজারে মোড়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিপু ঘোষ বিলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাষীশ আচার্য্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মোহাম্মদ মোরশেদ আলম, রতন ঘোষ, মো. জাহেদ, মো. ফরিদ, মো. তৌহিদুল ইসলাম মিথুন, শুভ দত্ত, জাহিদ হাসান সাইমুন, ইয়াসির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম, গোবিন্দ দত্ত। আরও উপস্থিত ছিলেন আবুল কাসেম মাসুদ, মো. হায়দার, কাজল দে, আবু তাহের রানা, মো. ইকবাল, মো. রুবেল, অন্তর হোড়, মো. ইসমাইল সাকিব, মো. জুনায়েদ, টুটুল দাশ, হাসমত খান আসিফ, এম ইউ সোহেল, অর্ণব দেব, মো. আবদুস শুক্কুর, সাফায়েত হোসেন রাজু, মো. আলিফ, রতন চৌধুরী, মো. হোসাইন চৌধুরী, তৌহিদুল করিম ইমন প্রমুখ।
যুবলীগ : যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ–সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল পোর্ট কলোনি নতুন মার্কেট থেকে শুরু হয়ে নিমতলা বিশ্ব রোড ফকির হাট ঘুরে কাস্টম হাউস মোড় হয়ে পুরাতন পোর্ট মার্কটে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, সৈয়দ আহমেদ বাদল, খ ম এয়াকুব, সুফিউর রহমান টিপু, এফ এ চৌধুরী বাদল, সাাইফুর রহমান সোহেল, মোঃ লোকমান, ইমতিয়াজ বাবলা প্রমুখ।