চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন অন্য সমপ্রদায়ের লোকজন নিরাপদে থাকেন। তিনি গতকাল শুক্রবার কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের হিন্দু সমপ্রদায়ের মানুষের কাছে একটা অপপ্রচার চালায় যে, বাংলাদেশে বিএনপি হচ্ছে হিন্দুবিরোধী দল। কিন্তু বিএনপি হিন্দুবিরোধী এটা মানুষ বিশ্বাস করে না। কারণ বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন অন্য সমপ্রদায়ের মানুষ নিরাপদ থাকে। তিনি বলেন, বিএনপির ভিশন ২০৩০ এবং যে ৩১ দফা দিয়েছে, সেখানে সব সমপ্রদায়ের অধিকার রক্ষা করার প্রতিশ্রুতি আছে। দেশে গণতন্ত্র থাকলে সেটা থাকবে। একমাত্র সুরক্ষা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষা শুধু বিএনপির আন্দোলন নয়। এটা পুরো জাতির লড়াই। এ লড়াইয়ে জয়ী হতে হবে। এর কোনো বিকল্প নেই। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও প্রকৌশলী দিপু বড়ুয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি চন্দ্রগুপ্ত বড়ুয়া, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, ডা. এস এম সারোয়ার আলম, পারদর্শী বড়ুয়া, অলক বড়ুয়া রিন্টু, চনু মং মারমা, অংজ মারমা, রাজিব ধর তমাল, নুর হোসাইন। বৌদ্ধ জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য রাখেন কমল জ্যোতি বড়ুয়া, সাচিং মারমা, সুজন বড়ুয়া, বিনয় চাকমা, তিলক বড়ুয়া, সজল বড়ুয়া, পলাশ মারমা, উক্রাচিং মারমা, মোহন বড়ুয়া, তন্ময় বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।