বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দল : কাদের

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, নিজেদের দলের কথা বাদ দিয়ে তারা বোধহয় এখন আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে। গতকাল শুক্রবার ঢাকায় নিজের সরকারি বাসায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলের রূপ নিয়েছে। সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সাথে সখ্যতা করতে গিয়ে বিএনপি নিজের চরিত্র হারিয়েছে। বিএনপি নেতারা বলছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছেন। এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রশ্ন, বিএনপি কী এখন বিএনপি আছে? অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি ফ্রাঙ্কেনস্টাইন হয়ে নিজেদেরকেই আঘাত করছে।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে বিজয়ের আশা দেখছেন ফখরুল
পরবর্তী নিবন্ধতিন মাসে সর্বনিম্ন মৃত্যু