বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ আজ থেকে

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে ছুটির দুদিন বিরতি দিয়ে আজ রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আজ ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে দলটির এই অবরোধ কর্মসূচি চলবে।

নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হওয়ার আগে গত বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছিলেন, এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য দলের ও সমমনা জোটের সকল নেতাকর্মী, তারা উদ্বুদ্ধ চেতনায় রাজপথে অবস্থা করবেন। খবর বিডিনিউজের।

২৮ অক্টোবর থেকে এটা বিএনপির দশম দফা কর্মসূচি। সেদিন নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন ডাকা হয় হরতাল। এরপর বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হন, বাকিরা চলে যান আত্মগোপনে।

বিএনপি টানা কর্মসূচি দিয়ে এলেও তার প্রভাব ধীরে ধীরে কমে আসছে। রাজপথে দলের নেতাকর্মীদের তৎপরতা দেখা যাচ্ছে না। বিএনপির পক্ষ থেকে দুর্জয় সাহস দেখানোর আহ্বানেও কাজ হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধঋণহীন মোস্তাফিজের স্ত্রীর ঋণ ২০ লাখ টাকা
পরবর্তী নিবন্ধনদভীকে তলব, নোটিশ পেয়ে দিয়েছেন জবাব