বিএনপির সন্ত্রাসীরা শান্তিপূর্ণ সাতকানিয়াকে অশান্ত করছে

প্রতিবাদ সমাবেশে এমপি নজরুল

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ার ইউপি নির্বাচনের আগের দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, সাতকানিয়ার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত বিএনপির সন্ত্রাসীরা আবার এলাকায় এসে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। তারা নির্বাচনের আগে ও পরে শান্তিপূর্ণ সাতকানিয়াকে অশান্ত করে তুলছে। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর উপর হামলার প্রতিবাদে গত শুক্রবার উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুবলীগ সভাপতি আ স ম ইদ্রিচের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওচমান আলীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীবুর রহমান চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু।
প্রধান অতিথি বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ হামলা শুধু পার্থ সারথীর উপরে হয়নি, এ হামলা অসাম্প্রদায়িক চেতনার উপরে হয়েছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজালিয়ার চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ধর্মপুরের চেয়ারম্যান নাছির উদ্দীন টিপু, আওয়ামী লীগ নেতা কায়ছার উদ্দীন, মাস্টার ইউনুস, নুরুল হাকিম, মাস্টার মহিউদ্দীন, রিপন দাশ সুজন, যুবলীগ নেতা নাজিম উদ্দীন, রাজু দাশ হিরো প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর ধলইতে মুরগী খামারে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধমোহরা ৫নং ওয়ার্ডে আবদুল মালেক শাহ স্মরণে মাহফিল