বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ

আন্দরকিল্লা ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণে আবুল হাশেম বক্কর

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে, একথা যারা বলেন, তাদের বলব, সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ। সংস্কারটি করতে হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। তিনি গতকাল মঙ্গলবার আন্দরকিল্লা কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলাউদ্দিন আলি নূরের সভাপতিত্বে ও সৈয়দ আবুল বসরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান,

ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদ আলম, মনজুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন চৌধুরী, অ্যাড. পারভীন চৌধুরী, বেগম লুৎফুন্নেছা, মো. জামাল উদ্দিন, মো. হারুন, মো. নূর নবী, নাজমুল হোসেন ফিরোজ, জসিম উদ্দিন, ইসমাইল খান, আবদুল মন্নান, মো. ফিরোজ, আবদুল গফুর, মো. বাহাদুর, মঈন উদ্দিন খান রাজিব, আলাউদ্দিন, শাহ আলম, মো. হোসাইন, আবদুর রাজ্জাক, মো. ডালিম, মো. রিয়াদ, আবদুস শুক্কুর, শাহ নেওয়াজ তুশান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর বিএনপির তিনদিনের কর্মসূচি গ্রহণ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে হত্যা ঘটনায় পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার