দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিস্থল ও বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভা। সভা থেকে বিএনপি নেতারা দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে অনেক কীর্তি রেখে গেছেন।
সিটি মেয়র : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। উনিশ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আগামীতে বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। তিনি গতকাল দুপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানের শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব বেদীতে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. আলী, ইয়াসিন চৌধুরী আসু, ডা. এস এম সারোয়ার আলম, হাজী নুরুল আকতার, জাকির হোসেন, সালাউদ্দীন কায়সার লাভু, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা হাজী নবাব খান, এস এম মফিজ উল্লাহ, আবদুল্লাহ আল ছগির, আলাউদ্দীন আলী নুর, নুরুল ইসলাম খন্দকার, সাব্বির আহমেদ, এম এ হালিম বাবলু, সাদেকুর রহমান রিপন, হাসান উসমান চৌধুরী, আবু ফয়েজ, ফিরোজ খান, আলী আজগর, জাহেদুল হক জাকু, জিয়াউর রহমান জিয়া, মহসিন কবির আপেল, সামিয়াত আমিন জিসান, সালাউদ্দীন কাদের আসাদ প্রমুখ।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী : রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীগণ পৌর সদরের জান আলীহাটের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিসেবে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ মেম্বার ও সৈয়দ মজরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস কাদের চৌধুরী বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনিই সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপির মাধ্যমে গণতন্ত্রের পথে পুনর্জাগরিত হয়েছে এই বাংলাদেশ। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, মুসলেম উদ্দিন, যুবদলের সুলতান কাজল, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, কাজী আনিসুজ্জামান সোহেল, আবুল কাশেম, দিদারুল আলম দিদার, ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন, মোঃ রমিজ উদ্দিন, মিয়াজী মোহাম্মদ জাহাঙ্গীর, নুর আলম, আবু আহমেদ, মানিক মেম্বার, বাদল বড়ুয়া, হাফেজ আবুল কাশেম, জসিম মেম্বার, মোহাম্মদ হারুন, নুরুল আমিন, বক্কর চৌধুরী, মাস্টার শাহ আলম, হোসেন চৌধুরী, আরিফুল ইসলাম, তৈয়ব সুলতান, ইউসুফ তালুকদার, মাসুদ আলম, খোরশেদ আলম জিকু, তৌহিদুল আলম, জানে আলম, রাসেল খান, প্রমুখ।
ব্যারিস্টার সাকিলা ফারজানা : গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা। তিনি বলেন, আমাদের সকলের উচিত ষড়যন্ত্র উপেক্ষা করে কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যাায় সেদিকে এগিয়ে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন লালন করেছিলেন সে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে আমাদের মনোবল ধীর রাখতে হবে। তিনি গতকাল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল রাঙ্গুনিয়ায় শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন। এসময় হাটহাজারী সংসদীয় আসনের ১৪ ইউনিয়ন, একটি পৌরসভা ও চট্টগ্রম সিটি কর্পোরেশনের দুইটি ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রাম–৫ হাটহাজারী সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাকিলা ফারজানা’র নেতৃত্বে র্যালিতে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সদস্য সাকিলা ফারজানা বলেন, যখন বাকশালীরা পুরো বাংলাদেশকে গ্রাস করে একনায়কতন্ত্রের শাসনে প্রতিষ্ঠা করে তখন পুরো বাংলাদেশ অন্ধকারে ডুবে যায়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং মানুষের কল্যাণের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। সেদিন থেকে আজ পর্যন্ত জিয়া পরিবার দলটি ধরে রেখেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে।
হুম্মাম কাদের চৌধুরী : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এসেছি দোয়া করার জন্য, যাতে এই দল ঠিকে থাকে। গত ১৬ বছর যত ষড়যন্ত্র হয়েছে এই দলের বিরুদ্ধে, কেউই এই দলকে ভাঙতে পারেনি ইনশাআল্লাহ জনগণের দোয়া যদি সাথে থাকে, এই দল এক থাকবে, এই দলকে কেউ ভাঙতে পারবে না। গতকাল সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে কাপ্তাই সড়কের সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ গেট থেকে বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন তিনি। শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে ছিলেন শওকত আলী নুর, এড. কামাল হোসেন চৌধুরী, ইউচুপ চৌধুরী, হাজী ইলিয়াস সিকদার, জাহাঙ্গীর আলম, নিজামুল হক তপন, খুরশেদ আলম, হেলাল উদ্দিন শাহ, একতিয়া হোসেন, মুজিবুল হক, জামসেদ মেম্বার, সৈয়দ নুর আবু তেয়ুব, ইসমাইল, সিকদার, ভিপি আনছুর উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, ওসমান গনি, মো. গফুর, পারভেজ মোশাররফ, জাহাঙ্গীর এলাহী, মো. ছাবের, মো. ইমরুল, মো. ইমাম চৌধুরী, মো. ফারুক, মো. দিদার, আবুল হোসেন, মো. ইফাক, মো. হারুন, বাবর, আবু বক্কর, হেলাল আহম্মেদ, গাজী নাজিম, কামাল, রায়হান, কুদ্দুস, তাহনিয়াজ মোরশেদ তুহা, ইকবাল হোসেন, জিসাস সভাপতি সোহেল, পাবেল, ফারুক, নিশাদ, জুয়েল, সারেক, সিহাব, ফয়ছাল, তারেক, আশিক, জুয়াল, জাফর, রাসেল, জমির, এমরান, ইয়াকুব, আইয়ুব, আবু বক্কর, আবু, জাফর, নাজিম, সাইফুল, ইকবাল প্রমুখ।
ড্যাব : বিএপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড্যাব চট্টগ্রামের উদ্যোগে গতকাল দুপুরে বিপ্লব উদ্যানে শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্যাব চমেক শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ, মহানগর শাখার সভাপতি ডা. আব্বাস উদ্দিন, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, সহ সভাপতি ডা. এস মুজিবুর রহমান, ডা. জুনায়েদ মাহমুদ খাঁন, ডা. কাজী মাহবুব আলম, ডা. মোস্তাফিজুর রহমান নাহিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন, ডা. মিনহাজুল আলম, ডা. ইফতেখার আদনান, ডা. তানভীর হাবীব তান্না, ডা. জাহিদ হাসান, ডা. নাজমুল মোরশেদ, ডা. বেলাল উদ্দিন, ডা. সাইফুদ্দিন সোহাগ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. মাহমুদ আল ফারাবী, ডা. আসহাব মেহেরাজ, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. তারেকুল ইসলাম, ডা. মাইমুন রিদওয়ান, ডা. রাজেদ আল হাসান, ডা. জায়েদ বাশরী, ডা. জাহেদ উল ইসলাম, ডা. ইয়াসির আরাফাত , ডা. ইশতিয়াক ও ডা. হান্নান।
রাউজান উপজেলা ও পৌর বিএনপি : দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি’র যৌথ উদ্যোগে সমাবেশ হয়েছে। গতকাল উপজেলার জিয়াবাজারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মোহাম্মাদ নাছির উদ্দিন এবং এন এ বাবুলের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম নূর, এইচ এম. নুরুল হুদা, জি এম মোরশেদ, জিয়াউদ্দিন হায়দার, কমেলন্দু বড়ুয়া, দিদারুল ইসলাম, আবুতাহের, এমদাদুল হক, শারাফাত উল্লাহ বাবুল, মো. মাহবুব, মোহাম্মদ মুরাদুর রহমান, ফোরকান শিকদার, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, শেখ জাহাঙ্গীর, মো. শোয়েব, মো. আরিফ, রহিম উদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, নাঈম উদ্দিন মিনহাজ, ইরফান উদ্দিন রায়হান, সাফায়াত রাকিব, মোহাম্মদ সিরাজদ্দৌলা চেয়ারম্যান, মো. রাসেল, মো. মারুফ, বেদারুল আলম, মো. মান্নান, শাহ জামাল, নজরুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, গোলাম রাসুল, শাকিল ইসলাম শাকিল, এমদাদুল হক, আফছারুজ্জামান চৌধুরী, মোহাম্মদ দিদারুল ইসলাম, আবদুল কাদের ও মুরাদুল আলম।
খাগড়াছড়ি বিএনপি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন, মুক্তমঞ্চে সমাবেশ ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সহ–সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা বেদারুল ইসলাম প্রমুখ। দিকসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করা হয়।
মীরসরাই বারইয়ারহাট বিএনপি : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।
গতকাল সোমবার বারইয়ারহাট পোরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়। এতে ব্লাড গ্রুপিং, প্রেসার পরীক্ষাসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। উক্ত সেবা কার্যক্রম কয়েকদিন ধরে চলমান থাকবে বলে নেতৃবৃন্দগন জানান।
প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উদ্বোধক ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন গাজী নিজাম উদ্দিন, মো. আলমগীর, মেজবাউল হক মানিক, জসীম উদ্দিন, নজরুল ইসলাম লিটন, মোশারফ হোসেন, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, কামরান সরোয়ার্দী, মোশারফ হোসেন, নুরুল আফসার, মোমিনুল ইসলাম, এমরান হোসাইন, মোহন দে, শরিফুল ইসলাম বাদশা প্রমুখ।