বিএনপিকে হারিকেনই ধরিয়ে দিতে হবে : প্রধানমন্ত্রী

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

সারা দেশে লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি হারিকেন নিয়ে যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, তার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের হাতে ‘হারিকেনই ধরিয়ে দিতে হবে’। শোকের মাস উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

শেখ হাসিনা বলেন, আমরা দেখেছি আমাদের বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে। তাদের হাতে হারিকেনই ধরায়ে দিতে হবে। তাদের সবার হাতে হারিকেন ধরায়ে দেন। আর দেশের মানুষকে আমরা নিরাপত্তা দেব, দেশের মানুষ যাতে ভালো থাকে, সেদিকে আমরা ব্যবস্থা নেব। সেই কাজটাই আমরা করব, এটাই বাস্তব। কারণ জাতির পিতা আমাদের সেটা শিখিয়েছেন।

মহামারীর অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দেওয়া মন্দা প্রসঙ্গও আসে সরকারপ্রধানের বক্তব্যে। তিনি বলেন, শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্ব, উন্নত দেশও; আজকে আমেরিকার মত জায়গায় যেখানে মূল্যস্ফীতি ১ শতাংশ ছিল, সেটা এখন ৯.১ শতাংশে উন্নীত হয়েছে। ইংল্যান্ডে ৯.৪ শতাংশ মূল্যস্ফীতি। জার্মানিতে ৮.৯ শতাংশ তাদের মূল্যস্ফীতি। নেদারল্যান্ডসে, সেখানে ৯.৪ শতাংশ। পুরো ইউরোপে ৮.৯ শতাংশ তাদের মূল্যস্ফীতি হার। বাংলাদেশে এখনও আমরা ৭.৫ শতাংশে আমাদের মূল্যস্ফীতি ধরে রাখতে সক্ষম হয়েছি। যেখানে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, সেখানে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।

দলীয় নেতাকর্মীদের দেশবাসীর কাছে যাওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, তাদের (দেশবাসী) আহ্বান জানাতে হবে যে সারা বিশ্বব্যাপী যেখানে খাদ্য মন্দা, আমাদের খাদ্য আমাদের নিজেদের উৎপাদন করতে হবে।

জনশুমারির প্রাথমিক ফলাফলে দেশের জনসংখ্যার তথ্য নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করব, তাদের হিসাবটা পছন্দ হয় না কেন? তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক, আর জনসংখ্যা বাড়াতে থাকুক। যাদের পছন্দ হয় না, তারা সেটা করুক। আমরা খাবার দেব, কোনো আপত্তি নেই।

পূর্ববর্তী নিবন্ধআগস্ট মাস এলেই নানামুখী ষড়যন্ত্রে সরব হয় বিএনপি
পরবর্তী নিবন্ধসারের দাম কেজিতে বেড়েছে ছয় টাকা