বিএনপিকে শক্তিশালী করতে সৈয়দ ওয়াহিদুল আলম ভূমিকা রেখেছেন

ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে শাহাদাত

| বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন বিএনপির এক অনুপ্রাণিত নেতা। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনীতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বর্তমান রাজনৈতিক সংকটকালে সৈয়দ ওয়াহিদুল আলমের মত সংগ্রামী নেতার খুবই প্রয়োজন ছিল।

গতকাল মঙ্গলবার দুপুরে লালিয়ার হাট জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে হাটহাজারীর সাবেক সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও বায়েজিদ থানা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল হোসেন, বায়েজিদ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল, বিএনপি নেতা মোজাম্মেল হক, আবু তাহের, ফিরোজ খান, নাসির উদ্দিন, মোর্শেদ আলম, মো. মানিক, শাহাদাত চৌধুরী, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, বায়েজিদ থানা যুবদল নেতা আলমগীর মাহমুদ, মো. আলাউদ্দিন, হারুন রশিদ, মোস্তাক আহমেদ, সুজা মিয়া, মো. নাদিম, মো. বেলাল, আবুল কালাম, মোজ্জাফ্‌ফর আহমেদ, মহিলাদলের মুর্শেদা পারভীন, লাকী আকতার, যুবদল নেতা তাজুল ইসলাম, আজগর খান, জাহেদুল আলম, দুলাল খান, সাবেক ছাত্রদল নেতা জাবেদ উমর, স্বেচ্ছাসেবক দল নেতা মো. শফি, মো. ইদ্রিস, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, রবিউল হোসেন, ছাত্রদল নেতা এম জি কিবরীয়া, রাশেদ মিয়া, মিজানুর রহমান, মো. রিজভী, মিরাজুল ইসলাম, মো. আরফাত, মো. জাকারিয়া, মো. পারভেজ, মো. রাকিব, মো. হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ ও বাংলা চলচ্চিত্রে নায়ক ফারুকের অবদান স্মরণীয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের ২৭ উপজেলায় নবনির্বাচিতদের শপথ গ্রহণ