বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন সালেহ আহম্মেদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জহুরুল হক ঘাঁটির প্রশাসনসহ বিভিন্ন উইংয়ের কমান্ডারগণ। এতে অতিথি ছিলেন চিটাগাং এঙ শাহীন এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম রানা, কার্যকরী পরিষদ সদস্য চৌধুরী আনোয়ারুল আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।