বিএইচবিএফসি’র ব্যবস্থাপক সম্মেলন

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

রাজধানীর বিদ্যুৎ ভবনস্থ মুক্তি হলে বিএইচবিএফসি ব্যবস্থাপক সম্মেলন ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বিশেষ অতিথি এবং পর্ষদের তিন পরিচালক সম্মানিত অতিথি ছিলেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে বিভিন্ন পর্ব ও সেশন পরিচালনা করেন। বিএইচবিএফসি’র মাঠ পর্যায়ের অফিস প্রধানদের অংশগ্রহণে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়। এবছর সর্বমোট ৯৪টি মাঠ কার্যালয়ের ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ২০২২২০২৩ অর্থবছরে ব্যবসায় ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এযাবৎকালের সেরা সাফল্য, বিশেষকরে, শ্রেণীকৃত ঋণ ৩.৮ শতাংশে নামিয়ে আনা, উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ, ঋণ আদায় এবং মুনাফা অর্জন প্রসঙ্গ উপস্থাপন করে এসব সাফল্য আগামীর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে মর্মে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিআইটিআইডিতে বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরপ্তানি আয়ে ১ টাকা, রেমিটেন্সে ৫০ পয়সা বাড়ল ডলারের দর