বিআরটিএ কার্যালয়ে অভিযান, দালাল আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের একটি টিম। এ সময় তিন দালালকে শনাক্ত করে আটক করা হয়। আটক তিনজন হলেন- মো. আবদুল্লাহ মিন্টু, মো. রবিউল হোসাইন এবং মো. গালিব। এর মধ্যে মিন্টুকে ১৫ দিনের কারাদণ্ড এবং রবিউল ও গালিবকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিআরটিএ কেন্দ্রিক জনসাধারণের হয়রানির নানা অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশে সেখানে অভিযান চালাই। অভিযানে তিন দালালকে শনাক্ত করে আটক করা হয়। এর মধ্যে একজনকে কারাদণ্ড এবং বাকি দুজনকে জরিমানা করা হয়েছে।উল্লেখ্য, বায়েজিদ বোস্তামী এলাকার বিআরটিএ অফিস কেন্দ্রিক অসংখ্য প্রতারক ও জালিয়াতি চক্র সক্রিয় রয়েছে। এরা মূলত বিআরটিএ থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ইঞ্জিন পরিবর্তনের আবেদন তৈরি, লাইসেন্সের মালিকানা পরিবর্তন ও অথরিটি স্থানান্তর করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এছাড়া বিআরটিএর নামে জাল ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র তৈরির কাজও করে প্রতারক চক্র।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস বন্ড কমিশনারের সাথে বেপজিয়ার মতবিনিময়
পরবর্তী নিবন্ধমেয়রের সাথে হোটেল আগ্রাবাদ কর্মকর্তাদের সাক্ষাৎ