নগরীর পূর্ব কুলগাঁও এলাকায় জোরপূর্বক জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগে বায়েজিদ থানার এক উপ পরিদর্শকসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি মামলা হয়েছে। গতকাল বিকালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে এই মামলাটি (নং-১৪/২০২১ইং) দায়ের করেন মো. আলী সেলিম নামে এক ভুক্তভোগী। সূত্র জানায়, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে আগামী ১ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে, বায়েজিদ থানার এসআই সুমন বড়ুয়া (৪০), আব্দুল রহমান (৪৮), ফরহাদ ও হাসিনা বেগম (৪০) নামে এক নারীকে। আসামিদের বিরুদ্ধে দখল ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। বাদী আরজিতে উল্লেখ করেন, পূর্ব কুলগাঁও দাইয়াপাড়ায় তাদের একটি জায়গা আসামিরা জবরদখল করে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে। গত ১০ জানুয়ারি সকালে তাকে আসামিরা জোরপূর্বক নিজ কর্মস্থল থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তা নির্মাণের জন্য জায়গা ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে সাদা পোশাকধারী এক ব্যক্তিসহ আসামিদের কয়েকজন তাকে বায়েজিদ থানাধীন বটতল পুলিশ বিটে নিয়ে যায়। সেখানে এসআই সুমন বড়ুয়া বাদীকে লাঠিপেটা করেন। এসময় বাদীর পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশ বিটে গেলে ওই কর্মকর্তা বাদীর কাছ থেকে একটি সাদা কাগজে সাক্ষর নিয়ে ছেড়ে দেন।