চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৯) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাঈম বিশ্বাস (২৫)। আজ সোমবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট সূত্র জানায়, নাঈম বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিজ বাসায় অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে এপিবিএন-সদস্য নাঈম বিশ্বাসের বাসায় যায় এপিবিএনের একটি টিম। তারা নাঈম বিশ্বাসের মৃত্যুর ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখছে বলে জানা গেছে।












